কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে হামলা, আহত ২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে বহিরাগতদের হামলায় অন্তত ২৫জন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসি’র বাসটি (ঢাকা মেট্রো ব ১১-৪৯১২) ভাংচুর করে হামলাকারীরা।বাসের চালক মো. আলাউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে যাত্রা করে বাসটি। সন্ধ্যায় নগরীর ঝাউতলায় স্বরস্বতী পূজা উপলক্ষ্যে একটি র‌্যলি যাচ্ছিল। এ সময় র‌্যালি থেকে কিছু ছেলে বাসে অবস্থানরত ছাত্রীদের লক্ষ্য করে রঙ ছুড়ে মারে। এ নিয়ে ছাত্ররা প্রতিবাদ করে। পরে র‌্যালি থেকে কিছু ছেলে এসে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে লোকপ্রশাসন বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হাতের কব্জির রগ কেটে যায়।প্রত্যক্ষদর্শী লোকপ্রশাসন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন মোল্লা বলেন, র‌্যালি থেকে আসা ছেলেদের হামলায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ”গুরুতর আহত শিক্ষার্থীকে আমরা কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। শুনেছি আরও অনেকে আহত হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *