কোন ৮ কারণে চিরতরে বন্ধ হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট

রীতিমতো নেট কাঁপানো সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। যদি সবার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক হয়ে থাকে তাহলে সাবধান। ফেসবুক অ্যাকাউন্টের ওপর অনেক বিধি-নিষেধও আছে, যা না মানলেই বন্ধ হয়ে যেতে পারে ইউজারের অ্যাকাউন্ট। এক ঝলকে জেনে নিন কোন আট কারণে বন্ধ হতে পারে ফেসবুকের অ্যাকাউন্ট৷

১। স্টেটাস কিংবা মেসেজে কোনও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে এবং কেউ রিপোর্ট করলে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

২। প্রতিদিন একই মেসেজ বন্ধু-বান্ধবদের বার বার পোস্ট করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। একই বার্তা বার বার দিতে চাইলে কনটেন্টে কিছু না কিছু বদল আনা দরকার।

৩। একদিনেই বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক সতর্ক করে। তারপর পাঠাতে থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

৪। আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বাতিল হতে পারে।

৫। প্রোফাইল শুধুই বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হলে বন্ধ হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্ট।

৬। নিজের নামের পরিবর্তে সেলিব্রেটি বা অন্য কারও নাম ব্যবহারের অভিযোগ পাওয়ার ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। তাই, প্রোফাইল নিজের নামেই করা উচিত৷

৭। ‘ফেক অ্যাকাউন্ট’ বা মিথ্যা তথ্য দিয়ে খোলা আইডি ফেসবুক সমর্থন করে না। শনাক্ত করতে পারলেই তা বন্ধ করে দেওয়া হয়।

৮।  ইউজারের ফেসবুক ওয়ালে যদি একই পোস্ট বার বার হলে,  সেটিকে স্প্যাম হিসেবে বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট।

About স্টাফ রিপোর্টার

Check Also

মেসেঞ্জারে নতুন বছরের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *