ভারতে কলকাতার পুলিশ প্রধান জানিয়েছেন গতকাল উত্তর কলকাতার গিরীশ পার্কে ভেঙে পড়া ফ্লাইওভার নির্মাণকাজে নিযুক্ত সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে তারা আটক করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।
এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৪ । কলকাতার পুলিশ কমিশনার বলেছেন প্রায় উন-নব্বই জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক ।
তবে অন্যান্যদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
উদ্ধার তৎপরতাও প্রায় শেষ বলে তিনি বিবিসিকে জানিয়েছেন।
ঘটনাস্থলে কলকাতা পুলিশের যে আপদকালীন নিয়ন্ত্রণ কক্ষ কাজ করছে তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা দেবব্রত সেনগুপ্ত অবশ্য বলছেন মাটির নিচে চাপা পড়া সবাইকে তারা উদ্ধার করেছেন।
আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কলকাতার পুলিশ কর্তৃপক্ষ বলছেন ফ্লাইওভার নির্মাণ সংস্থাটির বিরুদ্ধে নরহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হায়দ্রাবাদে সংস্থার প্রধান কার্যালয়েও তদন্ত করা হচ্ছে।
Check Also
সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান
বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …