ক্যাটরিনার গাউনের দাম কত জানেন!

বিলাসী সাদা গাউনে চমক দেন বলিউডের অনেক তারকারাই। এবার সেই তালিকায় নিজেকে আরও সমৃদ্ধ করলেন ৩৬ বছর বয়সী এই অভিনেতা।  মুম্বইয়ের একটি ইভেন্টে সাদা গাউনে মাত করলেন ক্যাটরিনা কাইফ। সেই সাদা গাউনের দাম শুনলে চোখ কপালে তো উঠবেই। তার সঙ্গে চোখ আটকে যাবে ক্যাটরিনার দিকেই।

অস্ট্রেলিয়ান ফ্যাশন ডিজাইনার অ্যালেক্স পেরির সাটিন সাদা ড্রেস ক্যাটরিনাকে কেমন লাগছে, নিজের চোখেই দেখে নিন। গাউনটির দাম ইউএসডি ২,৭০০। যার দাম মাত্র ২,২৯,৯০০ টাকা। প্লাগগিং নেকলাইন ও সঙ্গে তাই স্লিট এই গাউনটিতে সত্যিই গ্ল্যামারাস লাগছে সূর্যবংশীর অভিনেত্রীকে। পায়ে রয়েছে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ পাম্পস।

মেকআপেও রয়েছে সিম্পলিসিটি। চোখে ব্ল্যাক আইলাইনার ও কাজল, অরেঞ্জ আইস্যাডো, হাইলাইটার আর নুড লিপস্টিকের ছোঁয়ায় ক্যাটকে আরও মোহময়ী লাগছে।

২০১৯ সালে সালমানের সঙ্গে ভারত সিনেমায় দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। আসন্ন ছবি সূর্যবংশীতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *