ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে

ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে, হতবাক গোটা বলিউড। সোনালি আপাতত নিউইয়র্কে চিকিৎসাধীন।

সোনালি বলেছেন, হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত তিনি। সামন্য যন্ত্রণাবোধের পর কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। চিকিৎসকদের পরামর্শেই নিউইয়র্কে এসেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এ খবর জানাতেই তার দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেছেন সোনালি বেন্দ্রের সহকর্মী, বন্ধু-বান্ধব ও ভক্তরা।

করণ জোহর ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীকে ফাইটার বলে উল্লেখ করে আরোগ্য কামনা করেছেন। বিবেকও সোনালিকে শক্তিশালী নারী আখ্যা দিয়ে তার আরোগ্য কামনা করেছেন। নীলম থেকে মণীশ মালহোত্রা, দিব্যা দত্ত থেকে আফতাব শিবদাসানি, সকলেই সোনালির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *