ক্যালিফোর্নিয়ার অ্যাপার্টমেন্টে গোলাগুলি, ১২জন গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছে।

স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনোর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সান বার্নারডিনোর মুখপাত্র ক্যাপ্টেন রিচার্ড লহেড বলেন, রাত পৌঁনে এগারোটার সময় আমাদের কাছে গোলাগুলির খবর আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে আহত অবস্থায় পাই।

পুলিশ বলছে, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে মোট ১০০টি ইউনিট রয়েছে। এই অ্যাপার্টমেন্টের আশেপাশে খেলাধুলা করার জন্য সবসময়ই মানুষ জড়ো হয়।

সোমবার সকাল পর্যন্ত গোয়েন্দারা ওই ঘটনায় কাউকে সন্দেহ কিংবা গুলির উদ্দেশ্য জানতে পারেনি। ঘটনাস্থল থেকে কোনো অস্ত্রও উদ্ধার করা হয়নি।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *