ক্লাস পরীক্ষা বর্জন, কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। বন্ধ রয়েছে ঢাকা-আরিচা ও রাজশাহী-নাটোর মহাসড়কের যান চলাচল।

বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষোলশহর রেলস্টেশনে শাটল ট্রেন আটকে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। আজও ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। এদিকে একই দাবিতে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ করছেন।

অন্যদিকে, কোটা পদ্ধতি সংস্কার দাবিতে আবার আন্দোলন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে সিনেট ভবনের সামনে অবস্থান নেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

একই দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *