করোনা দুযোর্গ মোকাবিলায় এবার উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। কর্মহীন মানুষের সুবিধার্থে দুটি হটলাইন চালু করেছে, নির্ধারিত নম্বরে ফোন করলেই পৌঁছে দেওয়া হবে খাদ্যসামগ্রী।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে অনাহারে বা অর্ধাহারে থাকা যে কেউ ফোন দিলেই তাদের বাসায় পৌঁছে যাবে খাবার। উদ্যোগটি গ্রহণ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য।
এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩ নাম্বারে ফোন দিয়ে জানানো হলে খোঁজখবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হবে।
আগামীকাল ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা এ সেবা প্রদান করবেন প্রতিমন্ত্রী।