খালেদা জিয়ার জন্য তিনটি ফরম সংগ্রহ

আজ সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করে বিএনপি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়া-৭ আসনে সাবেক প্রধানমন্ত্রীর জন্য মনোনয়ন সংগ্রহ করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ সোমবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছ থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *