গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার জামিনের আদেশ দেন।
এর আগে যাত্রাবাড়ী থানার নাশকতার একটি মামলায় জামিন নিতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন খালেদা জিয়া। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই মামলায় সকালে জামিন মঞ্জুর করেন।
এর পরই ঢাকার বিশেষ জজ-৩ আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খালেদা জিয়া।
এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলবে বলে দেওয়া চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি উপস্থাপন করে শুনানির দিন ধার্যের আবেদন জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলবে বলে দেওয়া চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ।
২০১৫ সালের ৫ আগস্ট দুদকের মামলাটি বাতিলে প্রধান আসামি খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে সংক্ষিপ্ত এ রায় দেওয়া হয়।
মামলায় অন্য আসামিরা হলেন চারদলীয় জোট সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু, মতিউর রহমান নিজামীসহ আরো অনেকে।