রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে মো. তরিকুল ইসলাম (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে আমুলিয়া জোড়া ব্রিজে এ ঘটনা ঘটে।
তরিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে গেলে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঢামেক পুলিশের ইনচার্জ মোজম্মেল হক জানান, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।