খেলোয়াড়দের নিরাপত্তায় সেনা মহড়া

আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেনাবাহিনীর একটি মহড়া হয়েছে। সন্ত্রাসী হামলা হলে কীভাবে খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া হবে, তারই একটি মহড়া হয় ‘হোম অব ক্রিকেটে’। আর কদিন বাদেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। দুই টেস্টের এই সিরিজে অতিথি অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে দেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। সিরিজের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করবে।

আজ সকালে মেজর রোকনুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর এ মহড়া অনুষ্ঠিত হয়। যেখানে দেখা যায়, সন্ত্রাসী হামলা হলে জীবনের ঝুঁকি নিয়ে খেলোয়াড়দের কীভাবে নিরাপত্তা দেবে সেনাবাহিনী। দুপুর ১২টা ৫ মিনিটে হয়েছিল এই মহড়া।

দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে এসে পৌঁছার কথা আগামীকাল শুক্রবার। সফরে ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। এরপর ২৭-৩১‌ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *