গণতন্ত্র এত ঠুনকো নয় যে ধ্বংস হয়ে যাবে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিচ্ছিন্ন কয়েকটি হত্যাকাণ্ড  ব্লগার হত্যার পর ‘গণতন্ত্র গেল’ বলে যারা শোরগোল করেন তাদের উদ্দেশে বলতে চাই গণতন্ত্র কোন কাচের গ্লাস নয়, এত ঠুনকো নয় যে, এতেই ধ্বংস হয়ে যাবে।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরণসভার তিনি এ কথা বলেন। আজিজুল হকের পরিবারকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়।

ইনু বলেন, বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে- বিদেশিদের এ প্রতিবেদন মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যমূলক। এসব কিছু কোন সত্য তথ্যের ভিত্তিতে নয়। জঙ্গি তৎপরতা থেকে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ রাখতে সরকারের তৎপরতাকে বিতর্কিত করতে এটি করছে তারা। স্মরণসভায় আজিজুল হকের দুই ছেলে- তানভীর ও ফয়সাল উপস্থিত ছিলেন

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *