গুপ্তহত্যার সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে, প্রধানমন্ত্রী

আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, মাদারীপুরে কলেজশিক্ষক হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ফায়জুল্লাহ ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মায়াকান্না করেছেন। এ থেকেই বোঝা যায়, গুপ্তহত্যার সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, হাঁড়ির ভাত সিদ্ধ হলো কি না, একটা টিপলেই বোঝা যায়।

শেখ হাসিনা বলেন, যে লোকটা একজন কলেজশিক্ষককে মারতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা পড়ে, তার জন্য খালেদা জিয়ার এত মায়াকান্না কেন এটা আমার একটা প্রশ্ন। তার মানে কী দাঁড়াচ্ছে? ওই হাঁড়ির ভাত সিদ্ধ হলো কি না, একটা টিপলেই বোঝা যায়। ওই ঘটনা থেকেই বোঝা যায়, গুপ্তহত্যার সঙ্গে তাদের যে একটা সম্পর্ক রয়েছে। এবং প্রকাশ্যে করে যখন তারা জনগণের রুদ্ররোষের সম্মুখীন হয়েছে, এখন এই গুপ্তপথে এই সমস্ত ঘটনা তারা ঘটিয়ে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে যাচ্ছে।

জঙ্গিবাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমরা সরকারে আসার পর থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান হবে না। আর বাংলার মাটি ব্যবহার করে কেউ কোনো জঙ্গি তৎপরতা অন্য কোথাও চালাতে পারবে না।

কিছু কিছু ঘটনা ঘটছে। কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো তদন্ত করা, অপরাধীদের গ্রেপ্তার করা এবং তাদের বিচারের ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এ ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট তৎপর। এবং এখানে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটানোর নানা রকম ষড়যন্ত্র হয়েছে। সেগুলো যথাসময়ে গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছে। আমরা সেগুলো ধরেছি। এ ধরনের বহু ঘটনা ঘটেছে।

শেখ হাসিনা বলেন, সবচেয়ে দুঃখজনক হলো যে, বিএনপি-জামায়াত যেভাবে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, এর থেকে বড় সন্ত্রাসী কাজ আর কী হতে পারে যে, প্রকাশ্যে দিবালোকে মানুষকে পুড়িয়ে হত্যা করা। এ ব্যাপারে আমরা যথেষ্ট শক্ত ভূমিকা নিয়েছি।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

ঢাকায় চালু হচ্ছে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক সেবা। রাজধানীর প্রায় ২০০টি স্থানে এ সেবা পাওয়া যাবে।এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *