গুলিস্তানে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে অভিযান সংশ্লিষ্টদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ওই মার্কেটের বিকেতারা। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন মার্কেটের আন্ডারগ্রাউন্ডে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটে হকার উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় এক হকারকে আটক করলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *