যুক্তরাজ্যে লেবার পার্টির এক নারী সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নিজ এলাকায় বৃহস্পতিবার তাকে সড়কের পাশে হত্যা করা হয়েছে।
ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে এ ঘটনার পর যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা প্রশ্নে গণভোটের প্রচার স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ৪১ বছর বয়স্ক নারী সংসদ সদস্য জো কক্স’কে তিনবার গুলি করা হয়। পরে ছুরি দিয়ে আঘাত করা হয়।
হামলার পর কক্স পড়ে যান। তার শরীর থেকে রক্ত ঝরছিল। মারাত্মক আহত কক্সকে কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মৃত ঘোষ ঘোষণা করেন ডাক্তাররা।
যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির বেটলি অ্যান্ড স্পেন আসনের এমপি ছিলেন জো কক্স। হামলায় ৭৭ বছর বয়সী আরেকজন সামান্য আহত হয়েছেন।
ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে।