‘গেন্দা ফুল’ গানে জ্যাকলিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দেবলীনা

ভাইরাল হয়ে গেলেন গেন্দা ফুল গানটি কে নতুন ভাবে তুলে ছিলেন বাদশা। গানটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই ভীষণ পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল। সেই গানে এইবার কোমর দোলালেন উত্তম কুমারের নাতবৌ দেবলীনা কুমার, এবং সাথে সাথে ভাইরাল হয়ে গেল সেই নাচ।

এই নাচের ভিডিওটি পরিচালনা করছেন অরিন্দম শীল। গানটিতে লাল শাড়ি এবং লাল সিঁদুর এর বেস রাখা হয়েছে। দেবলীনা কুমার এই গানটিতে ভীষণ ভালো পারফরম্যান্স করেছেন, দেবলীনা কুমারের সাথে ছিল ব্যাকগ্রাউন্ড ডান্সার রাও।

বাদশা মাস কয়েক আগে ‘গেন্দা ফুল’ নামের মিউজিক ভিডিও রিলিজ করেছিলেন৷ তাতে বাংলার লোকগানের শিল্পী রতন কাহারের বিখ্যাত ‘বড়লোকের বিটি লো’ সুদক্ষভাবে রিমিক্সে ব্যবহার করা হয়েছিল৷ বাদশার সেই মিউজিক ভিডিওতে কোমর দুলিয়ে রকেটের গতিতে সেটিকে ভাইরাল করে দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ৷

এবার সেই গানেরই আরও একটা আপডেট ভার্সন বার করল অফিসিয়াল মিউজিক ভিডিও রিলিজ সংস্থা সনি মিউজিক৷ এবারের মিউজিক ভিডিওতে বাঙালিদের রমরমা৷ এটাকে মিউজিক রিলিজ কোম্পানি তবলা রিমিক্স বলছে৷ গান গেয়েছেন বাদশা- তাঁর সঙ্গে সুরে সুর মিলিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী ইমন৷ এবারের ভিডিওতে জায়গা করে নিয়েছেন খোদ রতন কাহারও৷ আর তবলা রিমিক্স যাঁর হাত ধরে হচ্ছে তিনি বিক্রম ঘোষ৷

https://www.instagram.com/p/CGKMMlnAyHt/?utm_source=ig_embed

ভিডিওটির টিজার রিলিজেই কার্যত সুপারহিট গতিতে ভাইরাল হয়েছে ভিডিও৷ বঙ্গললনা সাজে জ্যাকলিনকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেবলীনা কুমার৷ কপাল জো়ড়া লাল বড় টিপ, পরণে সাধাসিধে করে পরা সাদা-লাল শাড়ি, খোলা চুলে, হালকা আন্দোলিত কোমর, বাঙালি ফ্যানরা একেবারে কাত৷

দুর্গাপুজোর আগে একেবারে নিখাদ বাঙালিয়ানায় মোড়া বাংলার পল্লীগীতি মন ছুঁতে পারে কিনা তা জানতে অবশ্য পুরো ভিডিও রিলিজ অবধি অপেক্ষা করতে হবে৷

এবারের ভিডিওতে রতন কাহারের অন্তর্ভুক্তিতেও খুশি বাঙালিরা ৷ কারণ ‘বড়লোকের বিটি লো’ বাংলার বহুল প্রচলিত লোকসঙ্গীতের একটি৷ সেই কারণে শিল্পীর সম্মান দেরিতে হলেও দিয়েছে আন্তর্জাতিক মিউজিক প্রকাশনা সংস্থা৷ আসলে বাদশার গানের পরেই রতন কাহারের নাম সামনে আসে৷ বাদশা যেহেতু একেবারে লোকসঙ্গীত শিল্পী থেকে বলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তাই তিনি এরকম অবিবেচকের মতো কাজ কী করে করতে পারেন ছিল প্রশ্ন৷

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *