গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে আন্দোলনে হুশিয়ারি

রবিবার রাজধানীর ঝিগাতলা মসজিদ রোডে সাবেক ফুটবলার অসুস্থ আইনুল হককে দেখতে গিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন যাবে বলে সরকারকে হুশিয়ারি করেছেন ।

তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দুর্নীতি জায়েজ করতে ও জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে বিএনপি।

তিনি বলেন, গণতন্ত্রের চেতনা ধারণ করে এ দেশের মানুষ মক্তিযুদ্ধ করেছিল। সেই গণতন্ত্রের চেতনা আজ হারিয়ে গেছে। দেশ পুরাপুরি অগণতান্ত্রিক সরকারর নিয়ন্ত্রনে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *