গ্রাকদের জমা রাখা স্বর্ণ ফেরত দেওয়া যায়নি

আপন জুয়েলার্স কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে গ্রাকদের জমা রাখা স্বর্ণ ফেরত দেওয়া যায়নি বলে দাবি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ফলে স্বর্ণ তুলে নেওয়ার জন্য কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার স্বর্ণের প্রকৃত গ্রাহকদের সেগুলো ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেই দুপুর ১২টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ফেসবুক পেজে তা স্থগিতের তথ্য জানানো হয়।

আগামী ২৫ মে মালিকপক্ষকে স্বর্ণের দোকানে উপস্থিত হয়ে কাগজপত্র বুঝে নিতে পুনরায় সময় দেওয়া হয়েছে। এসব কাগজপত্র অনুযায়ী, তালিকা তৈরির পর প্রকৃত গ্রাহকদের জমাকৃত স্বর্ণ ফেরতের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হবে, বলেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *