আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের ভ’য়সী প্রশংসা করেছেন মার্কিন তারকা ও মডেল কিম কারদাশিয়ান। মঙ্গলবার তিনি গ্রেটাকে একজন সাহসী ও অসাধারণ তরণী হিসেবে আখ্যা দিয়ে নিজেও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কিম কারদাশিয়ান বলেন, গ্রেটা অসাধারণ একটি মেয়ে। আমাদের যেমন সাহসী ও সৎ মানুষ দরকার তেমনই একজন গ্রেটা। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সমস্যা। ৩৮ বছর বয়সী জনপ্রিয় মডেল কিম আরো বলেন, আমি গ্রেটার সঙ্গে নৈশভোজে অংশ নিতে ইচ্ছুক। আমি তাই গ্রেটার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাই এবং তার ধারণা ও চিন্তাকে বিশ্বব্যাপী ছড়াতে সাহায্য করতে চাই।
এর আগে জাতিসংঘে বিশ্বনেতাদের পরিবেশ নিয়ে উদাসীনতার বিরুদ্ধে কথা বলে বিশ্বব্যাপী আলোচনায় আসে গ্রেটা থানবার্গ।