চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা দারুস সালাম মসজিদের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক মো. পারভেজ (১৮) ও যাত্রী কোহিনূর বেগম (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খুরশীদ আলম জানান, সিমেন্ট ক্রসিংয়ের দিকে রিকশাটি যাওয়ার পথে পেছন থেকে কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশাচালক নিহত হন। এসময় রিকশাযাত্রী স্থানীয় পোশাক কারখানার শ্রমিক কোহিনূর বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। এএসআই খুরশীদ জানান, রিকশাচালক পারভেজ রাউজান উপজেলার নাতোয়ানবাগিচার মোহাম্মদ শফির ছেলে। কোহিনূরের গ্রামের বাড়ি ফিরোজপুরের মঠবাড়িয়ায়। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি চালকসহ আটক করা হয়েছে জানিয়েছে এএসআই খুরশীদ বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
Check Also
বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …