চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

আজ রোববার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

এর আগে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন।

আজ সকালে ছাত্রলীগের এক পক্ষ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিয়ে ক্যাম্পাসে ঢোকার সময় ছাত্রলীগের অপর পক্ষ বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। এ সময় এক পক্ষ গণি বেকারি মোড়ে ও অপর পক্ষ চট্টগ্রাম কলেজের মূল ফটকে অবস্থান নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল ও চার-পাঁচটি গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের কারণে চট্টগ্রাম কলেজের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ রোড ও আশপাশের এলাকার সড়কগুলো যানবাহনশূন্য হয়ে পড়ে। পরে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *