চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলুর ইন্তেকাল

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য ও প্রযোজক নাসির উদ্দিন দিলু মারা গেছেন। আজ সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

নাসির উদ্দিন দিলু কিছুদিন আগে সিঁড়ি থেকে পড়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে জানা যায়, উনি করোনায় আক্রান্ত ছিলেন। আজ সকাল ১০টার দিকে তিনি মারা গেছেন।’

নাসির উদ্দিন দিলু ১৫টির বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। নাসির উদ্দিন দিলু প্রযোজিত ছবির মধ্যে রয়েছে সোনার চেয়ে দামি, কাবিন, সাহস, নাচে নাগিন, রুপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা মহানসহ অনেক চলচ্চিত্র।দুবার সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির। চার বছর সেন্সর বোর্ডের অন্যতম সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *