চাইনিজ রেস্তোরাঁ ‘হান্ডি কড়াই’ সিলগালা

বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার ও মাহমুদা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সদ্য উদ্ধোধন হওয়া আধুনিক চাইনিজ রেস্তোরাঁ ‘হান্ডি কড়াই’ সিলগালা করে দিয়েছে।

একই সাথে জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় লাইসেন্স না নেয়ায় ২ লাখ এবং বাসি খাবার সংরক্ষণ করার দায়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আরও ৫০ হাজারসহ মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর নগরীর দক্ষিণ সদর রোডের অভিজাত আবাসিক হোটেল এরিনার ১০ তলায় হান্ডি কড়াই নামের আধুনিক চাইনিজ রেস্তোরাঁর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, রেস্তোরাঁ ব্যবসা করার জন্য আগে নিবন্ধন করাতে হয়। কিন্ত হান্ডি কড়াই রেস্তোরাঁর মালিক শফিকুল আলম গুলজার জেলা প্রশাসন থেকে কোন লাইসেন্স না নিয়েই গত ৩০ সেপ্টেম্বর হান্ডি কড়াই নামের রোস্তোরাঁটি চালু করেন। রেস্তোরাঁ আইনের ২০১৪ এর ৭ ধারা লংঘনের অভিযোগে রেস্তোরাঁ মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনেক ভোক্তা রেস্তোরাঁটির খাবারের মান নিয়ে অভিযোগ করেছেন। ভোক্তাদের অভিযোগ, আর্ন্তজাতিকমানের রেস্তোরা প্রচার চালালেও ফ্রিজে রাখা রান্না করা খাবার তাৎক্ষনিক গরম করে ক্রেতাদের পরিবেশন করা হয়। আজ অভিযান পরিচালনাকালে এই অভিযোগের সত্যতা পাওয়ায় আরও ৫০ হাজার টাকাসহ মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নিবন্ধন (জেলা প্রশাসনের লাইসেন্স) না করা পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

handi-karai

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *