কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্ত্রীকে বলেছিলেন এক কাপ চা দিতে। কিন্তু স্ত্রী চা দিতে দেরি করছিলেন। তর সইছিল না স্বামীর। রাগের বশে তিনি সন্তানদের সামনেই কুপিয়ে খুন করলেন স্ত্রীকে। এরপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন। ঘটনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের। নিহত নারীর বাবার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নাগজি কোলহি নামে ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি রাগের বশেই স্ত্রী কিসো কোলহিকে (২৩) খুন করেছেন। পাকিস্তানের হিন্দু কাউন্সিল এই ঘটনার নিন্দা করেছে। এই সংগঠনের প্রধান রমেশ কুমার বলেছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তাঁরা এই ঘটনার বিষয়ে বিস্তারিত খবর নিচ্ছেন। হিন্দুদের এই ধরনের কাজ থেকে বিরত হওয়ার শিক্ষা দেওয়ার কথা ভাবছেন তাঁরা।
Check Also
শিশুকে পূর্ণভাবে গড়ে তোলার জন্য মা-বাবার ভূমিকাই প্রধান
একটি শিশুকে পূর্ণভাবে গড়ে তোলার জন্য মা-বাবার ভূমিকাই প্রধান। তার হাঁটাচলা থেকে শুরু করে কথা …