চিত্রনায়িকা মৌসুমীর ৪৩ তম জন্মদিন আজ

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর ৪৩ তম জন্মদিন আজ। ১৯৭৩ সালের ৩রা নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ভালো নাম আরিফা পারভীন। ঢাকাই চলচ্চিত্রে পথচলা দুই দশকেরও বেশি সময় ধরে।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক চিত্রনায়িকা মৌসুমীর। প্রয়াত নায়ক সালমান শাহর বিপরীতে ছবিটি শুধু ব্যবসাসফলই হয়নি তার উজ্জ্বল ও প্রাণবন্ত উপস্থিতির কারণে রাতারাতি মেলে তারকাখ্যাতিও। প্রায় দুই যুগের ক্যারিয়ার। অভিনয় করেছেন দেড়শোরও বেশি ছবিতে।

‘মেঘলা আকাশ’ ও ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পেয়েছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। দর্শক ও সমালোচকদের পছন্দের জরিপে তিনবার হাতে ওঠে মেরিল প্রথম আলো পুরস্কার। প্রথম পরিচালকের আসনে বসেন কখনও মেঘ কখনও বৃষ্টি ছবিটি দিয়ে। বড়পর্দার পাশাপাশি সমান সরব তিনি ছোটপর্দায়ও। শুধু চিত্রজগতের আলো ঝলমলে গন্ডিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি নন্দিত এই অভিনেত্রী। তারকাখ্যাতিকে কাজে লাগিয়েছেন সমাজের উন্নয়নমূলক নানা কাজেও।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *