চীনে করোনায় আক্রান্ত লাশ সমাধিস্থ না করে পুড়িয়ে ফেলছে

চীনে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন লোকগুলোর লাশ সমাধিস্থ না করে সেগুলো পুড়িয়ে ফেলছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) জারি করা আদেশের ভিত্তিতে করোনাভাইরাসে মৃতদের লাশ পুড়িয়ে ফেলার ব্যবস্থা নেয়া হয়। প্রাণঘাতী এই ভাইরাস যাতে আরো ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

এনএইচসির ওই আদেশে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জন্য বিদায় অনুষ্ঠান বা কোনো ধরনের শেষকৃত্যের অনুষ্ঠান করা যাবে না। লাশের সৎকার চলাকালে কাউকে সেখানে না থাকারও আদেশ দেয়া হয়। তবে লাশ পুড়িয়ে ফেলার পর দেহাবশেষ সংগ্রহ করতে পারবে স্বজনরা।

এদিকে আদেশ জারির পর থেকে চীনের শবদাহের চুল্লিগুলোতে কাজের চাপে কর্মীদের রীতিমতো হিমশিম খাচ্ছেন। প্রতিদিনই চুল্লিগুলোতে দাহের জন্য আসা লাশের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে কর্মীদের দিনে প্রায় ২৪ ঘণ্টাই কাজ করতে হচ্ছে।

উল্লেখ্য, চীনে মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৭শ’ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৩৪ হাজার মানুষ। চীনের উহান থেকে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের অন্তত ২৫টি দেশে। গোটা বিশ্ব এ ভাইরাসের আতঙ্কে ভুগছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *