চুয়েটে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আট দফা দবিতে রবিবার ক্লাস বর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা গত ২৯ মার্চ সড়ক দুর্ঘটনায় চুয়েটের এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রেক্ষিতে চট্টগ্রাম- কাপ্তাই সড়কে যাত্রী সাধারনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই আট দফা ঘোষণা করা হয়।

চুয়েটের পরিচালক জনসংযোগ ফজলুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমীক এবং প্রশাসনিক ভবনে তাল ঝুলিয়ে ক্যাম্পাসের গোল চত্বরে সকাল থেকে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের বিক্ষোভের কারনে কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ।

উদ্ভূদ পরিস্থিতিতে করনীয় নিয়ে চুয়েটের ভিসি জাহাঙ্গীর আলম চৌধুরী ডীন ও প্রভোস্টদের নিয়ে জরুরী বৈঠকে বসেছেন।

শিক্ষার্থীদের আট দাবি হলো,  নিহত শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনার জন্য দোষী লেগুনা চালককে আটক, কাপ্তাই সড়কে লেগুনা নিষিদ্ধ ঘোষণা করা, নিউমার্কেট থেকে চুয়েট পর্যন্ত বাস সার্ভিস চালু করা, অনিবন্ধিত সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করা, রাস্তার মাথা থেকে চুয়েট পর্যন্ত স্পিড ব্রেকার নির্মাণ করা, এই রুটে প্রতি পাঁচ কিলোমিটারে একটি করে ট্রাফিক চেকপোস্ট স্থাপন, রাস্তার সম্প্রসারণ ও সংস্কারকরণ এবং চুয়েট মেডিকেল সেন্টারের সামনে সার্বক্ষণিকভাবে দুইটি এ্যাম্বুলেন্স রাখা ও ব্যক্তিগত কাজে এ্যাম্বুলেন্স ব্যবহার বন্ধ করা।

গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাটে লেগুনা উল্টে গিয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম।

About স্টাফ রিপোর্টার

Check Also

bdnews24, prothom-alo

কোটি মা উপবৃত্তি পাবেন

দেশের প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের এক কোটি ৩০ লাখ মা উপবৃত্তি পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *