চেন্নাই থেকে ফিরলেন আরো ১৬৯ জন বাংলাদেশি

ভারতজুড়ে লকডাউনের কারণে দেশটিতে দীর্ঘ সময় আটকে থাকা আরও ১৬৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চতুর্থ স্পেশাল ফ্লাইটে শুক্রবার চেন্নাই থেকে তাদের ফেরানো হয়।

চেন্নাই ফেরত ইউএস-বাংলার ফ্লাইটটি দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে, ওই ফ্লাইটে ৫ জন শিশুও ছিল। মোট ৪ ফ্লাইটে এ পর্যন্ত ৬৬১ জনকে দেশে ফেরালো বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি। চেন্নাইতে আগামীকাল পঞ্চম অর্থাৎ শেষ ফ্লাইট যাবে।

চেন্নাই অঞ্চলে আরও কয়েশ বাংলাদেশি আটকা পড়ে আছেন, তাদের উদ্ধারে নতুন করে প্রয়োজনীয় সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে। স্পেশাল ফ্লাইট চালাতে হলে ঢাকা, দিল্লি উভয়ের ক্লিয়ারেন্স লাগবে। ভারতে আটকে পড়া বাংলাদেশীদের উদ্ধারে সরকার চেন্নাইতে ৫ টি এবং কলকতা থেকে দুটি ফ্লাইট পরিচালনার দায়িত্ব দিয়ে ছিল ইউএস-বাংলাকে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *