ছেলের জন্য এক মাস দেশের বাইরে থাকতে হচ্ছে চিত্রনায়িকা মৌসুমীকে। গতকাল থেকেই শুরু হয়েছে এক মাসের মেয়াদ। তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ঘরে এক ছেলে এক মেয়ে। ছেলে ফারদীন এরই মধ্যে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও লেভেল শেষ করেছে। ছেলেকে দেশের বাইরে থেকে এ লেভেল করানোর ইচ্ছে ছিল মৌসুমীর। মায়ের ইচ্ছে যাতে পূরণ হয় সেভাবে ফারদীনও নিজেকে প্রস্তুত করেছে। তার পিতা ওমর সানী গতকাল মানবজমিনকে বলেন, আসলে আমাদের সবারই ইচ্ছে ছিল ফারদীন যুক্তরাষ্ট্র থেকে এ লেভেল করুক। মৌসুমীও তাই চেয়েছে। শেষ পর্যন্ত তা সফল হলো। গতকাল রাতের একটি ফ্লাইটে মৌসুমীসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে ফারদীন। আর হাতে কিছু কাজ থাকার কারণে আমি কয়েকদিন পরে যাব। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, আমি চাই ফারদীন এ লেভেল শেষ করার পর যুক্তরাষ্ট্র থেকেই গ্র্যাজুয়েশনও শেষ করুক। এরপর যদি সেখান থেকে মাস্টার্স করতে চায় তাহলে খুব ভালো। যুক্তরাষ্ট্রে মাসখানেক ছেলের সঙ্গে থাকার পর দেশে ফিরে আসবো। এদিকে, ওমর সানীর ঘনিষ্ঠ বন্ধু জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের একমাত্র ছেলেও পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এ প্রসঙ্গে মিশা সওদাগর মানবজমিনকে বলেন, শুধু আমার ছেলে না পুরো পরিবারসহ মাস দেড়েকের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি। ছেলেকে ওখানে ভর্তি করানোর পাশাপাশি পরিবারসহ ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে। তবে ওমর সানীর ছেলেসহ একসঙ্গে যাওয়া হলো না। কারণ, ফারদীনের ফ্লাইট ছিল গতকাল রাতে আর আমাদের ফ্লাইট আজ রাতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
Check Also
কাশিমপুর কারাগারে পরীমণি
আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …