ছয় লেন ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় লেনের ফ্লাইওভার উদ্বোধন করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ফেনী মহিপালে ছয় লেনের ফ্লাইওভার ও র‍্যাপিড পাসের উদ্বোধন করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, এর মাধ্যমে ওই এলাকার ব্যবসা-বাণিজ্যসহ জনজীবন উন্নত হবে।

এর আগে প্রধানমন্ত্রী গণভবনে নোয়াখালী অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করেন।

এ প্রকল্পে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় হয়েছে। ৬৬০ মিটার দৈর্ঘ্যের এ ফ্লাইওভারে ২৯০ মিটার র‍্যাম্প ও ১১টি স্প্যান রয়েছে। ওপরে ছয় লেন ও নিচে চার লেন সার্ভিসসহ মোট ১০ লেনে যানবাহন চলাচল করতে পারবে।

এ প্রকল্প সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই নির্মাণকাজ শেষ করেছে। ফ্লাইওভারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবিচ্ছেদ্য অংশ।

About স্টাফ রিপোর্টার

Check Also

ঢাকায় চালু হচ্ছে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক সেবা। রাজধানীর প্রায় ২০০টি স্থানে এ সেবা পাওয়া যাবে।এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *