জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জঙ্গিবাদ নির্মূলে বিএনপির প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অথচ এখন জঙ্গিবাদকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তাঁরা।

আজ রোববার সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের এসব কথা বলেন।

মহাসচিব বলেন, কোনো তদন্তের যাওয়ার আগেই জঙ্গি ঘটনার ক্ষেত্রে প্রথমেই বলে দিচ্ছেন সরকার, এজন্য বিএনপি দায়ী। ফলে এসব ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না। এর সঙ্গে প্রকৃত অর্থেই জড়িত তাদের ধরার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

প্রধানমন্ত্রী বলেছেন, সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই তো এগিয়ে আসবে, কিন্তু এর জন্য উদ্যোগ তো নিতে হবে সরকারকে। ডাকতে হবে সব রাজনৈতিক দলকে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *