জঙ্গি সংগঠনের অফিস স্কটল্যান্ডের মসজিদে

স্কটল্যান্ডের দুইটি মসজিদে এমন একটি জঙ্গি সংগঠনের অফিস ছিল বলে জানতে পেরেছে, যাদের বিরুদ্ধে পাকিস্তানে বোমা হামলায় শতাধিক মানুষ হত্যা জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সিপাহ-ই-সাহাবা নামের পাকিস্তানের শিয়া বিরোধী একটি গ্রুপের যুক্তরাজ্য শাখা খোলা হয়েছিল গ্লাসগো সেন্ট্রাল মসজিদ আর পলওয়ার্থ মসজিদে।
প্রথমটির ধর্মীয় অনুষ্ঠান শাখার প্রধান সাবির আলী, আর পলওয়ার্থের হাফিজ আবদুল হামিদ সংগঠনের যুক্তরাজ্য শাখার দায়িত্বে ছিলেন। এই সংগঠনটি যুক্তরাজ্যের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।
বিবিসি এমন কিছু তথ্য প্রমাণ পেয়েছে, যাতে পরিষ্কার যে, ২০১১ সালে সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পরেও তাদের সংগঠনটির সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু তারা এখনো জড়িত আছে কিনা, তা পরিষ্কার নয়।
এসব বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মি. আলী অথবা মি. হামিদ।
পাকিস্তানে শিয়া মুসলিমদের উপর একাধিক হামলার দায়িত্ব স্বীকার করেছে সিপাহ-ই-সাহাবার সশস্ত্র অংশ লস্কর-ই-জংভি।
বিবিসির পাওয়া তথ্য প্রমাণে দেখা যাচ্ছে, এই দুইটি মসজিদেই ওই সংগঠনের সভা এবং শিক্ষা কার্যক্রম হয়েছে। সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর তাদের আর্থিক সহায়তাও দেয়া হয়েছে।
এই অভিযোগ ওঠার পর অনেকেই এসব মসজিদের ব্যবস্থাপনা পুনর্গঠনের দাবি তুলেছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *