আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ঈদ সামনে রেখে চুরি, ছিনতাই, চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আছাদুজ্জামান মিয়া বলেন, ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ হস্তক্ষেপ করবে। প্রয়োজনে গুলি ছুড়বে। সন্ত্রাসীদের দমন করবে। কোনো ছিনতাই, রাহাজানি, অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো অপতৎপরতা ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় ঢাকা মহানগরীতে হতে দেব না।
তিনি আরো বলেন, সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে ভাড়া নেওয়া হবে না। আমরাও সরকারের পক্ষ থেকে নিশ্চয় তাদের সঙ্গে এগুলো আলোচনা করব। এবং আমরা সবকিছু একটা নজরদারিতে রাখব, সবকিছু ঠিকঠাকমতো হচ্ছে কি না।