জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী করোনায় আক্রান্ত

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছেন। অন্তর্জালে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁর বাচ্চা সুস্থ আছে। বর্তমানে ডাক্তারের পরামর্শে তিনি রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। মেনে চলছেন স্বাস্থ্যবিধি। পাশাপাশি তিনি জানান, দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই সময় সকলে যেন মাস্ক পড়ে থাকেন, পাশাপাশি সতর্ক থাকেন, স্যানিটাইজার ব্যবহার করেন।

শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রসন্তান আসে এই দম্পতির কোলে। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি।

আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয় দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের। বলিউডের পর এবার টালিউডেও অভিনেতাদের সংক্রমিত হওয়ার খবর আসছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *