জনপ্রিয় টিভি সিরিজ ‘সুলতান সুলেমান’

জনপ্রিয় টিভি সিরিজ ‘সুলতান সুলেমান’। বাংলাদেশে এই সিরিজটি বাংলায় রূপান্তর করে প্রচার করছে দীপ্ত টিভি।

অটোমান শাসনামলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলা হয়ে থাকে দশম শাসক সুলতান সুলেমান আমলকে। এই সিরিজে তার জীবন ও কর্মকেই বেছে নেওয়া হয়েছে। তার যুবরাজ থেকে সুলতান হয়ে ওঠা এবং সাম্রাজ্য বিস্তারই ধারাবাহিকটির মূল কাহিনী। পাশাপাশি হুররাম সুলতানের জীবনগাঁথাও উঠে এসেছে। দাসী থেকে সুলতানের উপপত্নী হওয়া এবং হারেমখানা থেকে সুলতানের অন্য উপপত্নীদের বের করার লড়াইটাও পর্দায় এসেছে।

এছাড়াও ইতিহাসনির্ভর সিরিজ হওয়ায় স্বাভাবিকভাবেই এটিকে গ্রহণ করেছেন দর্শকরা। এখন পর্যন্ত সারা বিশ্বে এটির দর্শক প্রায় ২০ কোটি।

তুর্কি এ সিরিজটি লিখেছেন মেরাল ওকে ও ইলমাজ শাহিন। চার সিজনের এই সিরিজের প্রথম তিনটি সিজন পরিচালনা করেছেন ইয়াগমুর তায়লান ও দুরুল তায়লান। প্রথম সিজনেই আছে ২৪টি পর্ব। সব মিলিয়ে মোট পর্বসংখ্যা ১৩৯। ২০১১ সালে শুরু হওয়া এই ধারাবাহিকের সর্বশেষ সিজনটি তুরস্কে প্রচারিত হয়েছে ২০১৪ সালের ১১ জুন।

১৫২০ থেকে ১৫৬৬ সাল পর্যন্ত সুলতানের শাসনকালকে চারটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। সুলতানের বিচক্ষণতা ও হারেম সুলতানার দাসী থেকে রানী হয়ে ওঠাটাই সিরিজটির মূল গতিশক্তি। পাশাপাশি অটোমান সাম্রাজ্যের আরো অনেক ঐতিহাসিক চরিত্র সম্পর্কেও জানার সুযোগ করে দিয়েছে এই ধারাবাহিক।

ন্যায়বিচার, প্রেম, কূটচালের পাশাপাশি সিরিজটির আরেক প্রাণশক্তি অনবদ্য সংলাপ ও সেটের নকশা। সব দিক বিবেচনা করেই ‘সুলতান সুলেমান’ আজ সকলের কছে জনপ্রিয় সিরিজ।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *