জন্মদিনে সালমানকে আলিঙ্গন করেন সুস্মিতা

সালমান খানের ৫৩তম জন্মদিন আজ। গত মধ্যরাতে নিজের খামারবাড়ি প্যানভেলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জন্মদিনের কেক কেটেছেন সালমান খান। বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্থডে বয় সালমানকে আলিঙ্গন করেন সুস্মিতা। এর পর দুজন একসঙ্গে নেচেগেয়ে জন্মদিনের অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলেন।

বৃহস্পতিবার সকালে সহ-অভিনেতা সালমান খানের জন্মদিন উদযাপনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন সুস্মিতা সেন। দিয়েছেন অসাধারণ ক্যাপশন।

সুস্মিতা লিখেছেন, “যখনই জীবন আমাদের মিলিত হওয়ার সুযোগ করে দেয়, আমরা নাচি। সেই ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমে পড়েছিলাম। এর পর ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিঁয়্যু কিয়া’ সিনেমায় জুটি বাঁধি অসাধারণ এই যাত্রা। জন্মদিনের শুভেচ্ছা এই মানুষটিকে, শুভ হোক সালমান। জানি, চিরকাল তোমাকে ভালোবাসব।”

সালমানের খামারবাড়িতে জড়ো হন বলিউড তারকারা। অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ, কৃতী শ্যানন ও মৌনি রায় ছিলেন সেখানে। ছিলেন সালমানের দুই ভাই সোহেল খান ও আরবাজ খান, বোন অর্পিতা খান শর্মা, বাবা সেলিম খান ও সালমা খান। এ সময় উপস্থিত ছিলেন অসংখ্য গণমাধ্যমকর্মী।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *