জরুরি অবতরণের পর সিঙ্গাপুর বিমানে আগুন

সোমবার স্থানীয় সময় রাত ২টা ৫ মিনিটে মিলানের উদ্দেশ্যে রওনা দেয়া সিঙ্গাপুর এয়ারলাইনের একটি প্লেন জরুরি অবতরণের পর আগুন লেগে যায়। বিবিসি জানায়, বিমানটি উড্ডয়নের দুই ঘণ্টা পরই জরুরি অবতরণ করে। এ সময় বিমানটির একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি।

এসকিউ৩৬৮ ফ্লাইটের বিমানটি উড্ডয়নের এক ঘণ্টা মধ্যে পাইলট ঘোষণা করে, কিছু যান্ত্রিক ত্রুটির জন্য তারা ফেরত যাচ্ছে সিঙ্গাপুরে। এ সময় যাত্রীরা কেউই আতঙ্কিত হয়নি। পরবর্তীতে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে অবতরণ করার পরপর বোয়িং বিমানটির ডানপাশের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় ১০ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এয়ারপোর্টের ফায়ার ফাইটার্সরা।

বিমানের এক যাত্রী জানায়, সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার কিছু পরে আমরা তেলের গন্ধ পাই। এ সময় পাইলট জানায় বিমানের একটি ইঞ্জিন থেকে তেল বের হচ্ছে এবং তারা সিঙ্গাপুরে ফেরত যাচ্ছে।

যাত্রীটি আরো জানায়, বিমান থেকে নামার পর আমি অনুভব করি, মৃত্যুর কতটা কাছাকাছি ছিলাম আমরা।

এদিকে সিঙ্গাপুর এয়ারলাইন ফেসবুকে জানায়, ফেরত আসা বিমানটির যাত্রীরা তাদের পরবর্তী ফ্লাইটে যাওয়ার সুযোগ পাবে। সেই ফ্লাইটটি বর্তমানে মিলান থেকে সিঙ্গাপুরে আসছে। বিবিসি।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *