জলাবদ্ধতা নিরসনে “ওয়াসা” চরমভাবে ব্যর্থ

জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে আবারও মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ধানমন্ডি লেকে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ঢাকা শহরে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে ওয়াসাকে। কিন্তু এই দায়িত্ব পালনে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। যদি আমাদেরকে এই দায়িত্ব দেয়া হয়, তাহলে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এটাকে আগের জায়গা নিয়ে আসবো। ঢাকার খাল এবং জলাশয়গুলোকে অবমুক্ত করে শিগগিরই মাছ চাষের ব্যবস্থা করা হবে। এছাড়া ওয়াসার এমডির পদত্যাগের বিষয়টি একান্তই সরকারের সিদ্ধান্ত বলে জানান তিনি।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *