জাপানি চলচ্চিত্র ‘শপলিফটার্স’ কানে স্বর্ণপাম নিলো

বিশ্বের জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবের আরাধ্য স্বর্ণপাম কার ভাগ্যে জুটবে, তা নিয়ে জল্পনা কল্পনা শুরু উৎসব শুরুর মাস দুয়েক আগে থেকেই। এবারও তার ব্যতিক্রম ছিলো না।

সব কল্পনার অবসান ঘটিয়ে ৭১তম কান উৎসবে জপানি পরিচালক হিরোকাজু পরিচালিত ‘শপলিফটার্স’ ছবিটি জিতে নিল স্বর্ণপাম পুরস্কার। প্রতিযোগিতা বিভাগের মোট ২১টি ছবির সাথে লড়াই করে স্বর্ণপাম জিতে নিয়েছে ছবিটি।

শনিবার দিবাগত রাত বাংলাদেশ সময় সোয়া ১১টা থেকে শুরু হয় কানের ৭১ তম আসরের সমাপনি অনুষ্ঠান। প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি অভিনেত্রী কেট ব্লানচেটসহ মোট ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *