জাপানে একদিনে রেকর্ড পরিমাণ করোনা ভাইরাসে আক্রান্ত

জাপানে করোনা ভাইরাসে একদিনে ৫০৩ জন ব্যক্তির মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, এদিন রাজধানী টোকিওতেই ১৪৪ জনের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিওসহ বেশ কয়েকটি অঞ্চলজুড়ে জরুরি অবস্থা ঘোষণার একদিন পরই সেখানে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি দেখা গেছে। তবে জরুরি অবস্থা জারি হলেও, এখনো সেখানে বড় ধরনের জমায়েত দেখা গেছে।

এদিকে, জাপান টাইমস জানিয়েছে, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *