সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তা মঞ্জুর করেন। রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
আদালতে বিএনপি নেতার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সানা উল্লাহ মিয়া, জিয়া উদ্দিন জিয়া প্রমুখ।