জিনের নির্দেশে মা দুই সন্তানকে হত্যা করেছেন

জিনের নির্দেশে মা তাসলিমা বেগম ঘুমন্ত অবস্থায় শিশু দুটিকে গলাটিপে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।  ঘাতক মা তাসলিমা বেগমকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্তান হত্যার মামলা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের কাছে চাঞ্চল্যকর দুই শিশু হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ঘাতক মা তাসলিমা বেগম। গত ২ মে চরবাগাট গ্রামের আবদুল্লাহ আল মামুনের শিশু পুত্র তকি (৫) ও তাহেরা (৬ মাস)-কে ঘরের মধ্য থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় ঘাতক শিশু দুটির মা তাসলিমা বেগমকে। এসময় তাকে স্বাভাবিক দেখাচ্ছিল। পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাসলিমা স্বীকার করে বলেন, সে প্রতিরাতেই তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতে যায়। ঘটনার রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পরে শুয়ে পড়েন। এসময় তার কাছে গায়েবী হুকুম আসে শিশু দুটিকে হত্যা করার। সে অনুযায়ী রাত তিনটার দিকে প্রথমে ঘুমিয়ে থাকা পুত্র সন্তান তকিকে গলা টিপে হত্যা করেন। পরে ৬ মাস বয়সী মেয়ে তাহেরাকে একই কায়দায় গলা টিপে হত্যা করেন। দুই শিশুকে হত্যা করার পর তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে স্বাভাবিক কাজকর্ম করেন। এ বিষয়ে তাসলিমা আর কোন কথা না বলে স্বাভাবিক থাকেন। তাসলিমার স্বামী আবদুল্লাহ আল মামুন এ হত্যার ঘটনার সময় তার মাকে চিকিৎসা করানোর জন্য ভারতে অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

গৃহবধূ রাফিজার মুখে হেক্সিসল ঢেলে হত্যার চেষ্টা

টাঙ্গাইলের কালিহাতীতে যৌতুকের জন্য রাফিজা সুলতানা নামে এক গৃহবধূকে পিটিয়ে মুখে হেক্সিসল ঢেলে হত্যাচেষ্টা করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *