জীবন নিয়ে সদরঘাট থেকে ফিরে এসেছি : মেজর হাফিজ

নিরাপত্তাহীনতার মুখে জীবন নিয়ে সদরঘাট থেকে ফিরে এসেছি বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, বুধবার লঞ্চে করে নির্বাচনী এলাকা ভোলার লালমোহনে যাওয়ার কথা ছিল তার। সাড়ে ৬টার দিকে সদরঘাটে পৌঁছে তিনি জানতে পারেন ছাত্রলীগ-যুবলীগ লঞ্চের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা লঞ্চটিকে মাঝ নদীতে নিয়ে ৪০টি কেবিন ভাঙচুর এবং বিএনপি কর্মীদের মারধর করেছে। তিনি জীবন নিয়ে ফিরে এসেছেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে কমিশনার শাহাদত হোসেন চৌধুরীর কাছে লিখিত অভিযোগে এ কথা জানান হাফিজ উদ্দিন।

সাক্ষাৎ শেষে ছয়বারের এই এমপি সাংবাদিকদের বলেন, লঞ্চে উঠতে পারলে এলাকায় পৌঁছাতে পারব। এলাকায় যেতে পারলে ইসির নিরাপত্তা লাগবে না। তখন এলাকাবাসীই নিরাপত্তা দেবে।

এ সময় তিনি জনগণের জানমালের নিরাপত্তার জন্য এখনই সেনা মোতায়েনের দাবি জানান।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *