ঝড়ের কারণে লালমনিরহাট সদর ছাড়া বাকি চারটি উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।
বুধবার রাতে লালমনিরহাট উপর দিয়ে বয়ে যাওয়া দুই দফা ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর সংখ্যক গাছপালা উপড়ে যাওয়ায় কোনো কোনো এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে।
প্রায় ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ না পেয়ে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। কবে নাগাদ বিদ্যুৎ চালু হবে তাও স্পষ্ট করে বলতে পারছেন না স্থানীয় বিদ্যুৎ বিভাগের লোকজন। তাদের ভাষ্য মতে, ঝড়ের কারণে ৩৩ কেভি সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামতসহ দ্রুত বিদ্যুৎ চালুর চেষ্টা চলছে।
Check Also
বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …