‘টাইম ম্যাগাজিন’ আবারও বিক্রি হচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক ‘টাইম ম্যাগাজিন’ আবারও বিক্রি হয়ে যাচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক বেনিওফ ও তাঁর স্ত্রী লিন বেনিওফ হতে যাচ্ছেন নতুন মালিক। ১৯ কোটি মার্কিন ডলার বিক্রি হচ্ছে ‘টাইম ম্যাগাজিন’।

গতকাল রোববার এ-সংক্রান্ত চুক্তির ঘোষণা আসার পর টাইমের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথার সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘বেনিওফ দম্পতি এটা পারিবারিক বিনিয়োগ হিসেবে ধরে রাখবেন।’ তিনি বলেন, ‘১৯৯৯ সালে মার্ক প্রতিষ্ঠিত সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্সের সঙ্গে টাইমের কোনো সম্পর্ক থাকবে না। তাঁরা যেহেতু ব্যবসা পরিচালনা করবেন না, মার্ক ও লিনের নির্দেশনা ও পরামর্শ পেতে যাওয়ায় আমরা অত্যন্ত সৌভাগ্যবান।’

টাইমের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান মেরেডিথ করপোরেশন জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যেই চুক্তি সই হবে।

এর আগে প্রযুক্তি গুরু জেফ বেজস, যিনি ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা, দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্ট কিনে নেন। পাঁচ বছর আগে চুক্তির মধ্য দিয়ে জেফ বেজস সংবাদপত্র ব্যবসায় নামেন। তবে অ্যামাজনের সিইও হিসেবে তাঁর যে ভূমিকা, সেটা ওয়াশিংটন পোস্টে আলাদা।

বেনিওফ বলেন, ‘মানুষের অনন্য গল্প বলার ক্ষেত্রে, বিষয়াবলি তুলে ধরার ক্ষেত্রে টাইম সব সময়ই প্রভাবশালী, যা আমাদের প্রভাবিত করে, সংযোগ স্থাপন করে।’

সাবেক টাইম ইনকের মালিকানায় থাকা আরো তিন প্রতিষ্ঠান ফরচুন, মানি ও স্পোর্টস ইলাস্ট্রেটেড কিনেছিল মেরিডিথ। সেগুলোও বিক্রি করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তবে মার্ক বেনিওফ সেগুলো কিনছেন না।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *