বৈরী আবহাওয়া ও সর্তকতা সংকেতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন্স নৌ রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় শতাধিক পর্যটক আটকা পড়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাত থেকে কালবৈশাখী ঝড় এবং সতর্কতা সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন্স রুট থেকে সেন্টমার্টিন্সগামী জাহাজসহ কোন নৌযান ছেড়ে যায়নি। এর ফলে সেন্টমার্টিন্স ভ্রমণে আসা শতাধিক পর্যটক ফিরতে না পেরে আটকা পড়ে যায়। এ ব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, টেকনাফ-সেন্টমার্টিন্স রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছে। এসব পর্যটক হোটেল ব্লু-মেরিন, সীমানা পেরিয়ে রিসোর্ট, অবকাশ, লাবিবা রিসোর্ট, প্রাসাদ প্যারাডাইসসহ বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। তাদের খোঁজখবর ও সুবিধা-অসুবিধা দেখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ভালো প্রশাসনের সাথে যোগাযোগ করে টেকনাফ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
Check Also
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …