ট্রাম্পকে হারাতে হিলারির পাশে স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে ডেমক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বার্নি স্যান্ডার্স। তিনি আনুষ্ঠানিকভাবে এখনই ডেমক্রেট দলীয় মনোনয়নের দৌঁড় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না বলে বৃহস্পতিবার অনলাইনে দেওয়া এক বক্তব্যে জানিয়েছেন। বক্তব্যে স্যান্ডার্স হিলারির প্রতি সমর্থন ঘোষণা না করলেও তার উদারনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে আন্দোলন তৈরি এবং তা ডেমক্রেটিক পার্টির মাঝে ছড়িয়ে দেওয়ার লড়াইয়ের ব্যাপারে মনোযোগ নিবদ্ধ করার ঘোষণা দিয়েছেন। ভারমন্টের সিনেটর স্যান্ডার্স বলেন, ”আগামী পাঁচমাসে আমরা যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বের মুখোমুখি হবো তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিশ্চিত করা, শোচনীয়ভাবে পরাজিত করা এবং স্বল্পসময়ের মধ্যেই এই প্রক্রিয়ায় আমি আমার ব্যক্তিগত ভূমিকা রাখার আশা করছি।” ভারমন্টে নিজের শহর বার্লিংটন থেকে সম্প্রচারিত হওয়া বক্তব্যে তিনি বলেন, ”আমি ডেমক্রেটিক পার্টিকে রূপান্তরের ব্যাপারে ক্লিনটনের (হিলারি) সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি, যেন এই পার্টি শ্রমজীবী ও তরুণদের দলে পরিণত হয়, শুধু ব্যয়বহুল প্রচারমুখী বিত্তবান দাতাদের দলে পরিণত না হয়।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *