বৃটিশ মুদ্রা পাউন্ডের দর মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে সবচেয়ে নিচে নেমে এসেছে। বৃটিশ সময় বুধবার দুপুরে এক পাউন্ডের বিপরীতে ডলারের দর ছিল ১.১৮৫২।
১.১৯ ডলার দিয়ে এক পাউন্ড কেনা যাচ্ছে। এর আগে ডলারের বিপরীতে পাউন্ডের দর এই পর্যায়ে নেমে এসেছিল ১৯৮৫ সালে। সেসময় ডলারের দর বেড়ে গিয়েছিল, পাউন্ডের কমেনি। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে অর্থনীতিগুলো যখন কেঁপে উঠছে এর মাঝেই পাউন্ডের দর কমলো।