ডিজিটাল নিরাপত্তা আইন মৌলিক চেতনার পরিপন্থী

রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার এক সভায় সংবিধান প্রণেতা ও গণফেরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। এই আইনের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। এই আইন বাতিল করতে হবে।

তিনি বলেন, সোমবার বিবিসি বাংলায় প্রকাশিত আমার সাক্ষাৎকার সঠিকভাবে তুলে ধরতে পারেনি বিবিসি।

সভায় উপস্থিত ছিলেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সিনিয়র সহসভাপতি তানিয়ারব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার পক্ষে ব্যারিষ্টার ওমর ফারুক, নাগরিক ঐক্যের পক্ষে শহিদুল্লাহ কায়সার, ডা. জাহিদুর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, আওম শফিকউল্লাহ, মোস্তাক হোসেন প্রমুখ অংশ নেন।

অসুস্থতার কারণে নাগরিক ঐক্য প্রক্রিয়ার আহবায়ক মাহমুদুর রহমান মান্না বৈঠকে অংশ নিতে পারেননি।

 

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *